গোপালগঞ্জ জেলার সাতপাড় গ্রামে ১৯৬৭ সালে স্বর্গীয় বীরেন্দ্রনাথ বিশ্বাসের উদ্যোগে সাতপাড়, সাহাপুর, বৌলতলী, সিংগা, করপাড়া, কদমবাড়ি ইউনিয়নসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের আর্থিক ও সার্বিক সহযোগিতায় সরকারি নজরুল কলেজটি প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানী শাসনামলে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে সীমিত আকারের অবকাঠামো ও প্রথম অধ্যক্ষ বীরেন্দ্রনাথ বিশ্বাসের দৃঢ় নেতৃত্বে একদল তরুণ শিক্ষাব্রতী শিক্ষকবৃন্দকে নিয়ে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় এবং প্রায় ছয় দশক কাল ধরে বাংলাদেশের শিক্ষাজগতে কলেজটি নবজাগরণ ঘটিয়ে চলেছে। আজ এই শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থান সুদৃঢ় এবং বাংলাদেশের শিক্ষাঙ্গণে আলোকবর্তিকা হিসেবে পরিগণিত হচ্ছে।..........